Mon 20 October 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে মিসবাহ সিদ্দিকি

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে মিসবাহ সিদ্দিকি

ভালবাসার দুঃসময় যাচ্ছে

পৃথিবীতে ভালোবাসার খুব দুঃসময় যাচ্ছে চতুর্দিকে মারণাস্ত্র ও মৃত্যুর আহাজারির গুঞ্জন বাজছে । বিশ্বসংসারে আজ আধিপত্যের লড়াইয়ে সভ্যতা হারিয়ে গেছে । সমগ্র বিশ্বে যুদ্ধের হানাহানি আর অস্রের মহড়া চলছে | পৃথিবীতে ভালবাসার খুব দুঃসময় যাচ্ছে । আকাশের নীলিমায় কালো বারুদের ধোয়ায় ঢাকা, নিলয় সাগরের বুকে চলছে যত্র-তত্র নব্য নতুন মারনাস্রের মহরা , বাতাসে ভাসছে লাশের দুর্গন্ধ, কানে ভাসে শকুনের ডাক হৃদয়ের মরুভূমিতে অনুভিতি পাচ্ছি হাহাকারের অশনি সংকেত’ এই সুন্দর পৃথিবীতে ভালবাসার খুব দুঃসময় যাচ্ছে । গোলাপে নেই সুগন্ধ বাতাসে নেই ফাগুনের ঢেউ , আকাশে নেই জ্যোৎস্না অন্ধকারে নেই জোনাকির আলো প্রতিটি মানব জাতি দানবের মতো আধিপত্য বিস্তারে লিপ্ত , পৃথিবীর সমাজ সংসারে এখন খুব দুঃসময় যাচ্ছে | অর্থকরী সম্পদশালী আধিপত্য এই নিয়েই কি জীবন | তাই’তো আকাশ এখন আর রংধনুর সাত রঙ্গে রাঙ্গেনা , বৃষ্টির শব্দে আর ছন্দে মন আমার তেমন করে নাচেনা, বসন্তের সাড়া কোকিলের গান হৃদয়ে আর বাজে না | বন্ধু পৃথিবীতে ভালবাসার খুব দুঃসময় যাচ্ছে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register