কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার
মায়া সভ্যতা
একটা সত্যিকারের ভালোবাসার জন্যে আমি
হাজার কোটি বছর ধরে রঙিন পথে হেঁটেছি,
সেই তাজমহল থেকে মিশরের পিরামিড চূড়া
কিম্বা হিমালয় থেকে আল্পাস চূড়া।
কোথাও খুঁজে পাইনি একটু সত্যিকারের মমতা
পুরো পৃথিবীটা শুধু একটা মায়া সভ্যতা।
0 Comments.