Thu 30 October 2025
Cluster Coding Blog

স্মরণে লতাজী তে শঙ্কর সাহা

maro news
স্মরণে লতাজী তে শঙ্কর সাহা

কোথায় পতন?

সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর-এর উদ্দেশ্যে। নতুন করে উত্থান হলো, পতনের চিহ্নমাত্র নেই। আছে "ভারতরত্ন", "পদ্মবিভূষণ", "পদ্মভূষণ", আর আছে "দাদাসাহেব ফালকে"। চলচ্চিত্রের গান বাজছে- হৃদয় উদ্বেলিত; মানুষের জীবনমুক্তির গান নতুন করে ভাবতে শেখাচ্ছে। আশায় বুক বাঁধছে- নতুন সঙ্গীত প্রেমিক। কোথাও তো ঘাটতি নেই মর্মবেদনার! বিশাল উত্থান ও উদ্দীপনায় ভোরে গিয়েছিল আজকের ভোর। সন্ধ্যায় হবে তার ই স্তুতি গান। আলাপ-আলাপন, সঞ্চারি-অন্তরা, আরো যেন কত সব আকুল-ব্যাকুল করা প্রেরণা। বয়স বুঝতে দিচ্ছে না বার্ধক্য, সময় বুঝিয়ে দিচ্ছে তারুণ্য, বোধ ভাবিয়ে দিচ্ছে প্রেমের পলাশ, আরো কত শতকোটি রঙিন ছবি, এর ই নাম তো উত্থান।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register