Wed 29 October 2025
Cluster Coding Blog

T3 || Valentine's Day Special || সংখ্যায় অমিতাভ সরকার

maro news
T3 || Valentine's Day Special || সংখ্যায় অমিতাভ সরকার

একটি অ-প্রেমের কবিতা

মনের মধ্যে ভালো অনুভূতির চিরস্থায়ী বাসার নাম ভালোবাসা; সুস্থ এবং উত্তম মানসিকতার নিবিড় সেতুবন্ধন হলো এর পথ চলা। জীবনের রোজকার দুঃখ-কষ্টের মধ্যেও ভরসার অসীম অমোঘ টানের সত্য অনুভবে এর নিত্যকার জন্মলাভ।দূরত্ব যেখানে নিকট, কষ্ট যেখানে আনন্দ,ত্যাগ যেখানে প্রাপ্তি,মন যেখানে শ্রদ্ধা।

ভালোবাসা হল যেমন শাশ্বত ও গভীর,তেমন এর নির্দিষ্ট কোনো দিন হয় না,যে এইদিন বেশি ভালোবাসা যাবে,বা অন্যদিন কম ভালোবাসা যাবে। কেবল আমাদের চর্চিত যাপনার বাহুল্যে এর মেদবহুল উৎযাপনে ভালোবাসার কমতিই প্রকাশ পায়।

সকালের আলোয় শীতের শিশিরে গরমটা বেশ ভালো লাগলেও বেলা যত বাড়ে ঠাণ্ডাটা ততই প্রকট হয়। অলক্ষ্যে গায়ে ওঠে সুতো ছেঁড়া রঙিন কাপড়। ছবি হাসি বোকামির বন্যায় ক্লান্ত পথের শেষে রাতের আতর গায়ে কাজ শেষে সন্ধ্যে নামে অস্থির সম্পর্কের। মনটা ঘুমিয়ে পড়ে। ডানা মেলে মেঘ পালে নৌকাটা পারের সময়।

ভাবনা ডুকরে কাঁদে যেখানে। এক কাপ চুমুকেতে কতদিন?

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register