Wed 29 October 2025
Cluster Coding Blog

T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় রবীন জাকারিয়া

maro news
T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় রবীন জাকারিয়া

১| আমার ভাষা

তুমি রয়েছো মোর সমস্ত চেতনায় তুমি রয়েছো সুখ-দুঃখ, বেদনায় তুমি আছো কৃষাণ বধুর গানে ধান শালিক আর কোকিলের ডাকে রাজপথ আর মেঠোপথের মাঝে তুমি রয়েছো সকাল-সাঝে তুমি বায়ান্ন"র একুশে'তে সালাম, রফিক আর বরকতের রক্তে রাজপথ করেছো রক্তস্নান তুমি থাকবে চির অম্লাণ৷

২| ভীন ভাষাটা

মনে মনে গর্ব কত বাঙলা নিয়ে করছি বড়াই! এত বছর পাড় করেও ভাষা নিয়ে চলছে লড়াই৷ স্কুল, অফিস-আদালতে আজো রয় ভীন ভাষাটা; ড্যাডি, মাম্মি, আংকেল ডাকে ভরে আছে নিজ বাসাটা৷ এখনতো সব আরো খারাপ চ্যাটে কিংবা ফেসবুকেতে! এজন্য কি সালাম রফিক গুলি খায় নিজ বুকেতে? আগুন ভরা ফাগুন আসে পলাশ শিমুল ফোটে আজো৷ ফেব্রুয়ারিটা পেড়িয়ে গেলেই ভীন ভাষাটা থাকেই ঠোটে৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register