Wed 29 October 2025
Cluster Coding Blog

T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

maro news
T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

দাওয়াত

পৃথিবীর বুকে ভেসে থাকা ছায়ারাও- কখনও কখনও আগুন পুষে রাখে শরীরে৷ বিষুব রেখার পাশাপাশি হাঁটলে জন্মান্তরের গল্পগুলো স্পষ্ট হয়ে ওঠে, অ্যানাটমি বুঝে ফেললেই অন্তর্লীনের খোঁজ পাওয়া যাবে না, অ্যা লা কার্ট স্বপ্নগুলো বাস্তুভিটা ছাড়লে- নগ্ন পায়ে অসুখের চোয়ালে মুচকি হাসি ফুটে ওঠে৷ আত্মজা ছায়াকে গর্ভাশয়ে লুকিয়ে রাখি৷ রামধনু উঠলে অতীতের পাপগুলোকে রঙীন করে নেব৷ একটি বুলেটের আয়ুষ্কাল জুড়ে দিতে চাই আমার কবিতার স্তবকের শেষে, চোখে থেকে চোখে, সবার ভেতরে ঢেলে দাও উল্লাস, একে অন্যের স্বাস্থ্য পান করি এসো৷ মৃত্যুর সাথে বন্ধুত্ব হয়ে ভালোই হয়েছে- কখনও সে আমকে কখনও আমি তাকে দাওয়াত দিই৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register