Tue 28 October 2025
Cluster Coding Blog

সম্পাদিকা উবাচ

maro news
সম্পাদিকা উবাচ

চারিদিকে মানুষের অসন্তোষ বাড়ছে৷ শুধু নেই নেই কলরব৷ আসলে চাহিদা ছুঁতে চায় আসমান, যোগান শুধু গোষ্পদ সমান৷ তাই এত হাহাকার, অসন্তোষ৷ জ্যোছনার স্নিগ্ধ আলো মাতাল করে না আর৷ প্যারসাইট জীবন জুড়ে মাতাল হওয়ার এত রসদ থাকলে চাঁদের আলোয় আর গা ভেজে না৷ সকলের বড় তাড়া৷ কারোর ধনী হওয়ার, কারোর বিখ্যাত হওয়ার, কারোর ক্ষমতাবান হওয়ার৷ তাই সংক্ষেপে পৌঁছানোর সোজা রাস্তা বেছে নেওয়া৷

জীবন সময় চায়৷ পরিচর্যা চায়, যত্ন চায়৷ তুমি যদি তাকে সময় না দাও, একটু জিরোতে না দাও, ফ্রিজের ঠান্ডা পানীয় নাই বা দিলে নিদেন পক্ষে দুটো গুড় বাতাসা আর এক গেলাস মাটির কুঁজোর জল যদি না দাও, তবে সে বড় অল্পে হাঁপিয়ে পড়বে৷ অত দ্রুত দৌড়ে সব সময় যে প্রতিযোগিতা জেতা যায় তা তো নয়৷ বরং কখনও কখনও মুখ থুবড়ে পড়তেও হয়৷ বরং কচ্ছপের ওপর আমার ভরসা বেশি৷ গল্প হলেও সত্যি কিন্তু !

সুস্থ থাকুন ভালো থাকুন লিখতে থাকুন পড়তে থাকুন৷

🛑আর হ্যাঁ এই সপ্তাহে সাহিত্য কাঞ্চনে শুরু হল অনুবাদ সাহিত্যের বিভাগ৷ আপনিও লেখা দিতে পারেন এই বিভাগে৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register