Tue 28 October 2025
Cluster Coding Blog

গদ্যের পোডিয়ামে সুজিত চট্টোপাধ্যায়

maro news
গদ্যের পোডিয়ামে সুজিত চট্টোপাধ্যায়

প্রতিজ্ঞাবাক্য

প্রতিজ্ঞা। যে যুগেই হোক , প্রশ্ন হচ্ছে , প্রতিজ্ঞা করা কতখানি যুক্তিযুক্ত। যে সময়ে বা পরিস্থিতিতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া গেল , কালের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই বদলে যাবে। এটাই ভবিতব্য। কাজেই প্রতিজ্ঞার গুরুত্বও নিশ্চিত ভাবে নিস্প্রভ হবে। সময় এবং পরিস্থিতির পরিবর্তন , পুরাতন প্রতিজ্ঞাবাক্য কে ভুলিয়ে দেবে , নতুবা তাকে অগ্রাহ্য করতে বাধ্য করবে। ভীষ্মেরপ্রতিজ্ঞা ঠিক তেমনই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে , তাকে বিচলিত করেছিল। কারণ ওই একটাই । পরিবর্তিত পরিস্থিতি। এই বিষয় ভগবান শ্রীকৃষ্ণও সহমত প্রকাশ করে বলেছিলেন। মানুষের প্রতিজ্ঞা করবার অধিকারই নেই। কেননা মানুষ তার ভবিষ্যৎ জানতেই পারে না। অথচ , প্রতিজ্ঞার গতিপথ , বর্তমান থেকে ভবিষ্যতের দিকে। বর্তমানের প্রতিজ্ঞাবাক্য অনিশ্চিত ভবিষ্যতে কীরুপ নেবে , তা জানা অসম্ভব। তাই অনিশ্চয়তার ওপর ভিত্তি করে কোনও প্রতিজ্ঞাই , হয় সফলতা পায় না , অথবা বিরুদ্ধতা সৃষ্টি করে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register