Tue 28 October 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে রথীন পার্থ মণ্ডল

maro news
কবিতায় বলরুমে রথীন পার্থ মণ্ডল

আশ্চর্য সময়

এ এক আশ্চর্য সময়! যখন শুধু রং কথা বলে ফুল পাখি চাঁদ সবাই নীরব। এ এক আশ্চর্য সময়! মাতৃদুগ্ধে জাগে কীট-পতঙ্গ সূচবিদ্ধ শৈশব একাকী আশ্রয় খোঁজে ভরা সন্ধ্যায় বন্ধ্যা মাটির বুকে। এ এক আশ্চর্য সময়! যখন বিশ্বাসহীন ভালোবাসা সুখের দরজা আটকে সেলফি তোলে সারাবেলা। এ এক আশ্চর্য সময়! যখন বৃদ্ধ শহরটা প্রতিদিন থাকে ডাকপিওনের অপেক্ষায় মনে মনে পড়ে না লেখা সেই সব চিঠি! এ এক আশ্চর্য সময়! যখন কোথাও আগুন নেই আগুনের তাপ নেই জনশূন্য রাত একাই কথা বলে যায়...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register