- 5
- 0
আমরা গানে গানে কথা দিয়েছি মুখোমুখি মোহনায় বসে।নিজেদের যা কথা সে এক হাওয়ার মাদকতা। রবীন্দ্র গানে ভরাই এই অদ্ভুত বিজনতা। ঝিমধরা দুপুর অলস নূপুর আর কোনো কথা হয় না। । জন্মের ভেতর বহন করে চলেছি এই জড় মৃত দেহ। আমরা আপন হতে চাই কোনো এক জীবনের কাছে। নিজেকে পার করে হেঁটে যাই অনন্ত মিলনের আশায়। আমাদের আজকের সতেজ বর্তমান ইতিহাসের ঘর ভাড়া নেবে। কথা হয় মুখচোরা লাজুক সময়ের নিজস্ব ঘরানায়। অন্ধকারের বুক চিরে দুভাগ হয়ে যায় পথ। পার হয় বহু অদেখা সময় কুয়াশার ভেতর । ফসল কাটা শূন্য মাঠ হেমন্ত সন্ধ্যার বিষণ্ণ হৃদয়। আবারও নতুন প্রেম আসে জল,কাদা,রক্ত, মাংসে ফুলে পল্লবে। যুদ্ধের পর লিখবো সৃষ্টিছাড়া প্রণয় লিপি। ছেঁড়া তার জোড়া দেব হৃদয় মেরামত কারখানায়। আমরা ভাবনা খেয়াল নগরের শ্রমিক ।আমাদের একটাই আকাশ আমরা রবীন্দ্র আশ্রমিক।
0 Comments.