Mon 27 October 2025
Cluster Coding Blog

সম্পাদিকা উবাচ

maro news
সম্পাদিকা উবাচ   পৃথিবীর সবচেয়ে বড় আদালত হল মানুষের বিবেক। আর মানুষের বিবেক যখন ঘুমিয়ে পড়ে তখন ন্যায়-অন্যায়, ভাল-মন্দ বিচার করার ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে। পৃথিবীর প্রত্যেকটা মানুষক ভয়ঙ্কর স্বার্থপর৷ কেবল আত্মস্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে যত দূর যাওয়া যায় যেতে পারে সে৷ শুধু তাই নয় স্বার্থপরতায় আকৃষ্ট হয়ে নিজেকে এমনভাবে বদলে নেয় সে, যে গিরগিটিও তাকে দেখে লজ্জা পায়৷ বিবেক হচ্ছে মানুষের সব চেয়ে বড় দুর্বলতা ৷ যার বিবেক নেই সে নির্ভাবনায় যে কোন অন্যায় করতে পারে৷ কিন্তু সেই অন্যায় তার মনে কদাপি কোনো অপরাধ বোধের জন্ম দেয় না৷ আর যার বিবেক আছে, অন্যের সাথে করা সামান্যতম অন্যায়ও তার অন্তরআত্মাকে অপরাধ বোধে দগ্ধ করে৷ সারাক্ষণ যন্ত্রণা দেয়৷ সুস্থ থাকুন ভালো থাকুন লিখতে থাকুন পড়তে থাকুন ৷ রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register