Mon 27 October 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

maro news
কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

জীবন যুদ্ধ

অত্যাচারির হুঙ্কারে,সমস্ত কূল ভিত সন্ত্রস্ত। যুবক যোদ্ধা মুখ বুজে খুঁজে চলে বাঁচানোর মার্গ। বৃদ্ধ অভিভাবক ভরসাহীন সমুদ্রে দিশাহীন নোঙর টানে। বিরামহীন আশায় বুক বাঁধে গৃহবধূ। অ এর অজগর তাড়া করে অবিরত। স্বরবর্ণ,ব্যঞ্জনবর্ণ শেষ হয়ে চন্দ্রবিন্দুর চাঁদ লেগে যায় বৃদ্ধ অভিভাবক হারিয়ে। তবু যোদ্ধা খুঁজতে থাকে সত্যের সন্ধান । তখন রামধনু রং উঁকি দেয় পশ্চিম আকাশে । বাতাসে ভরা গন্ধ থাকে গোধূলির ধুলো কনার। চুপি সারে পৃথিবী নিদ্রা মগ্ন হয়। পূর্নিমার চাদ উঁকি দিয়ে বলে----- তোমার জন্য জাগব সারা রাত! ভোরের আলো উঠবে এক সময়। মধ্যবিত্ত যুবক হার না মানা যুদ্ধ চালায় সত্য সন্ধানের অভিপ্রায়ে, এক প্রজন্ম থেকে পর প্রজন্ম পর্যন্ত। প্রজন্ম যোদ্ধা যুদ্ধ চালায় জীবনের, এ যে উত্তরসূরি সূত্রে অধিকার। জীবন যুদ্ধ চলে ক্রমশ.......
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register