কবিতায় বলরুমে প্রদীপ গুপ্ত
বিপ্লবের অপমৃত্যু
বিপ্লবের কী অপমৃত্যু হলো?
কই তুমি তো এখন আর তার
দীর্ঘজীবন কামনা করো না।
বরং তোমার হাতের ব্যাগে ভরা
দাসত্বের বিজ্ঞাপনে তোমার মুখ ঢাকা পড়ে গেছে।
ওহে -- বিপ্লবী
বিপ্লবও জানে, সবাই চে হয়না।
বুকের গেঞ্জীতে যারা চে'র মুখ আঁকে
তারাও জানে ওই মুখ আঁকা গেঞ্জীগুলো
আসলে দন্তমঞ্জনের বিজ্ঞাপনের সমার্থক।
0 Comments.