কবিতায় বলরুমে তুষার আহাসান
তোমাকে দেওয়ার মত
তোমাকে দিতে পারি আলোর প্রতিশ্রুতি
আঁধারের কানমলা খেতে খেতে
হোঁচট খাওয়া অভ্যাস গেছে
সুতরাং প্রাপ্য আলোটুকু দেব।
রাতচরা পাখির গানে
সাপ নেচে চলে
কারো মাথায় মণি দেখিনি
গাছের গল্পে চারা জন্মায়
সবুজের সুর
আঁকড়ে ধরি এসো।
0 Comments.