কবিতায় বলরুমে শ্রেয়া চক্রবর্তী
প্রথম অনুভব
সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম হরকা বানের মতো, শুকনো গাছপালার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভাসিয়ে ছিলাম একুল ওকূল সমস্ত শুকনো নি:স্তেজ নীরবতাকে---।
পিছিল করতে চাইছিলাম বুঝেও না বোঝার ভান করে বাঁকা চাউনিতে উত্তেজনা ছড়ানো মনটাকে---।
ডাক দিয়েছিলাম বাঁধনহীন প্রেমের, শূন্য অঞ্চল ভরে কুড়িয়ে আনতে চেয়েছিলাম স্বপ্ন বীজ বপনের প্রথম অনুভব---।
উৎকন্ঠার দুর্বোধ্য আবেগের সম্মোহনে অমোঘ ভালোবাসা মন্থনের চেষ্টায় শতত ব্যস্ত মন---।
কিছু বলতে না চাওয়াতেও অপলক দৃষ্টি মোচন,দুর্ভেদ্য বানে বিধ করার প্রয়াস---।
কুণ্ঠা বোধের লেশ হীন রক্তিম গোলাপের মালায় বরন পর্ব সেরে চাওয়া পাওয়ার মিলন মাঝে সুমধুর সংগীতে বাসর রাত জাগা ---।
অন্তিম বলে রইবে না কিছুই ,অন্তহীন মোহে দুর্নিবার দূরত্ব পার---।
অনুভূতির মায়ায় পৌঁছে যাব অচিন কোন দেশে,অবশেষে---।
বলবো হেসে এ শুধুই নয় গো প্রথম প্রেমে ভাসা,এ আমার প্রথম অনুভব তোমায় ভালোবাসার---।
0 Comments.