Mon 27 October 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে শ্রেয়া চক্রবর্তী

maro news
কবিতায় বলরুমে শ্রেয়া চক্রবর্তী

প্রথম অনুভব

  সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম হরকা বানের মতো, শুকনো গাছপালার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভাসিয়ে ছিলাম একুল ওকূল সমস্ত শুকনো নি:স্তেজ নীরবতাকে---। পিছিল করতে চাইছিলাম বুঝেও না বোঝার ভান করে বাঁকা চাউনিতে উত্তেজনা ছড়ানো মনটাকে---। ডাক দিয়েছিলাম বাঁধনহীন প্রেমের, শূন্য অঞ্চল ভরে কুড়িয়ে আনতে চেয়েছিলাম স্বপ্ন বীজ বপনের প্রথম অনুভব---। উৎকন্ঠার দুর্বোধ্য আবেগের সম্মোহনে অমোঘ ভালোবাসা মন্থনের চেষ্টায় শতত ব্যস্ত মন---। কিছু বলতে না চাওয়াতেও অপলক দৃষ্টি মোচন,দুর্ভেদ্য বানে বিধ করার প্রয়াস---। কুণ্ঠা বোধের লেশ হীন রক্তিম গোলাপের মালায় বরন পর্ব সেরে চাওয়া পাওয়ার মিলন মাঝে সুমধুর সংগীতে বাসর রাত জাগা ---। অন্তিম বলে রইবে না কিছুই ,অন্তহীন মোহে দুর্নিবার দূরত্ব পার---। অনুভূতির মায়ায় পৌঁছে যাব অচিন কোন দেশে,অবশেষে---। বলবো হেসে এ শুধুই নয় গো প্রথম প্রেমে ভাসা,এ আমার প্রথম অনুভব তোমায় ভালোবাসার---।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register