কবিতায় বলরুমে তুষার আহাসান
সুখস্নান
কোথায় কী বলেছি এখন আর বলতে পারি না
শেষ কবে দেখেছি মাছরাঙা
শুনেছি দোয়েলের শীষ?
এখন দেখছি মানুষের বিষ
মুখোশে-খোলসে ছয়লাপ নদী
বৈঠা নড়ে ছায়াপথ অবধি
সুখস্নান করি কোন জলে?
মানুষ যখন মানুষের কথা বলে।
তুষার আহাসান
রামপুরহাট-বীরভূম
0 Comments.