Sun 26 October 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়   কমলালেবুর মত নরম সূর্যটা কুয়াশার পর্দার পিছিনে টুপুস করে লুকিয়ে পড়ে । একটা জাদু নক্সা ফুটে ওঠে কুয়াশার পর্দা এ ফোড় ও ফোড় করে । অদৃশ্য জাদুকর নক্সা বোনেন, রঙ চুঁইয়ে পড়া জাদু নক্সা । এই রঙ টুপটাপ ঝরে ডালিয়া, চন্দ্রমল্লিকা, কসমসের হলুদ, বেগুনি, গোলাপি পাপড়িতে । পায়ে পায়ে বাজার গেলে দেখা যায় রঙে ভরে ওঠা সবজির ঝুড়ি । চকচকে কমলা, গাঢ় বেগুনি, টুকটুকে লাল, ঝুড়ি উপচে চোখ ধঁাধিয়ে দিচ্ছে । বাঙালির রসনা তৃপ্তির জন্য বাজারে রূপোলী শস্য ঝিলিক দিচ্ছে বিক্রেতার ঝুলি থেকে । ডিম ভর্তি পার্সে, ট্যাংরা, নধর চিংড়ি, চকচকে পম্ফ্রেট পাতে ওঠার অপেক্ষায় । রং বুঝি শুধু ফুলেই ধরে, রসনাও রাঙিয়ে নেবার দরকার হয় বৈ কি । ইংরেজি বছর শেষ মাসে পা দিতেই বাঙালির পাতে রঙের জয় জয়কার । পদ্মপাতা থেকে গড়িয়ে পড়া জলের ফোঁটার মত গড়িয়ে গেল আরেকটা বছর। শুভ হোক সকলের । ইন্দ্রাণী ঘোষ 
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register