Sun 26 October 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে দেবযানী ভট্টাচার্য

maro news
কবিতায় বলরুমে দেবযানী ভট্টাচার্য

কবি তোমার জন্য

সূচিপত্রে তোমার নাম! গদ্যে - পদ্যে, সুচারু ছন্দে অক্ষরে অক্ষরে ছড়িয়ে পড়ছো তুমি,সূচি ছেড়ে এগিয়ে চলেছি আমি, নাম কই? দুটি উজ্জ্বল চোখ ,বিস্তারে বিস্তারে প্রকাশমান হচ্ছেন দ্বিতীয় ঈশ্বর , অক্ষরে অক্ষরে ছড়িয়ে পড়ছে প্রেমাশ্রয়ী দিনের স্মৃতি। শব্দে শব্দে কি অপূর্ব বন্ধন ! ন্যায় অন্যায় বুঝি না, অক্ষরের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছি বহুকাল ! বিকেলের হেলানো রোদ্দুরে সূচিপত্র থেকে উঠে আসছো তুমি , আমি নম্রপ্রাণ মাধুরী,সঙ্গে করে এত নীল নিয়ে এলে ? ভয় হয়, পাছে প্রতিক্রিয়ায় পাশে কৌশলে লিখে ফেলি উষ্ণ মুগ্ধতার কথা ! হে কবি তুমিও কি বিস্তারে লেখনি আমাদের গোপন প্রেম - কথা ?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register