- 24
- 0
এসকর্ট
হোটেলের লবিতে বসেছিলেন মিঃসেন।
পার্থপ্রতিম সেন স্পেশাল অফিসার ক্রাইম ব্রাঞ্চ। একটা কেসের ব্যাপারে আসতে হয়েছে এই অভিজাত হোটেলে।
স্টিলেটোর টকটক শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালেন, চেনা চেনা লাগছে... পাশের ফ্ল্যাটের সৌমী না!
বেশ ঝুঁকে দৃশ্যমান ক্লিভেজে এসে দাঁড়ালো তণ্বী। ভুঁরুটা সেকেন্ড ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট করুন। অত হাঁ করে থাকবেন না, মাছি ঢুকে যাবে!
এসকর্ট হিসেবে মাঝেমাঝেই আসি।কলেজে পড়োনা তুমি! আরে কলেজ গোয়াররা আজকাল পার্টটাইম ক্লাস এখানেই করে জানেন না! আপনার জন্য ডেটা দিয়ে গেলাম। ডিওর সুগন্ধ ছড়িয়ে বেরিয়ে গেলো স্টিলেটো, বাঁকা একটি মুচকি হাসি দিয়ে... সৌমী ব্যানার্জি। শহরের নামজাদা ডক্টরের মেয়ে!যাওয়ার আগে বলে গেলো, বেশি ভাববেন না। আর বাড়িতে! এসব পেটি কেসে ম্যাটার করার মতো টাইম কারো কাছে নেই...
0 Comments.