Mon 20 October 2025
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে পার্থ সারথি গোস্বামী

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে পার্থ সারথি গোস্বামী

চুমু দিবস স্পেশাল

চারি দিকে ফিস ফিস - আজ নাকি ডে কিস পাঁজি দেখে বলে খুড়ো শোনো ওহে ছেলে বুড়ো এই শুভ দিনে কেহ কোরোনাকো চুমু মিস ।।
হিরো ছেলে প্যাংলা - হেব্বি কিস হ্যাংলা ঘুম ভাঙা সকালে ডিও মেরে বগলে খোঁজ নিতে চুমু রেট, চলে গেল কেরালা ।।
ওবাড়ির মেয়ে মুন্নি - যেন ঠিক শাকচুন্নি সেজেগুজে গেল ডেটে টপ আর জিন্স ফিটে তাই দেখে আফসোসে - মাথা ঠোকে রায়গিন্নি ।।
ফেসবুক ওয়ালে - কবি মন খেয়ালে কিস নিয়ে কতো লেখা সেই পড়ে খুকু খোকা কিস নিয়ে লেখে ছড়া - বাথরুম দেয়ালে ।।
বুড়ো বলে কদাচার - আহা একি অনাচার প্রৌঢ়ের গা কিসকিস আহা কেন হল মিস ফেলে আসা দিনে কেন ছিলনা এ কালচার ।।
দিন শেষে রাতেতে - করে মাইনাস প্লাসেতে সবচেয়ে ছিল দামি মার দেওয়া সেই হামি স্নেহ ভরে দিত যা মা - কপাল বা মাথাতে ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register