প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে (সমীপেষু) সোমা চট্টোপাধ্যায় রূপম
কল্পনা নয়
ধোঁয়াটে আলোয় ঢাকা মেঘ
লুকানো যত আবোলতাবোল গল্প
অভিষেক শেষে চন্দনে পা-ছাপ
আমার ধোঁয়ারা পথ খুঁজে ফেরে
নির্বিকল্প।।
ভালোবাসার দিনে ভালোবাসতে বাসতে আর কিছু কলমে এলো না। তাই এটুকুই দিলাম তোমাদের।
0 Comments.