Thu 06 November 2025
Cluster Coding Blog

T3 || কোজাগরী || 26য় উজ্জ্বল কুমার মল্লিক

maro news
T3 || কোজাগরী || 26য় উজ্জ্বল কুমার মল্লিক

( ১) হযবরল

হ চলে হকচকিয়ে হুন্ডা চেপে
য এর বাড়ি, ওধার খাল- পাড়ি;
তা দেখে, র বাবুর ভিরমি লাগে; বোঝা ফেলে ব সাজে,খায় আছাড়ি:
এঁকে বেঁকে ল এসে দেয় হাঁকারি,
হযবরল তো, বলি হচ্ছেটা কী!

বাম- ডান, ধর্মগুরু-- একসাথে,
আদর্শের আজ জলাঞ্জলি ঘটে।

(২) শব-সাধনা

সাহিত্য- প্রেমী আমি, নহি সাহিত্য- জীবি
অনুপম স্নেহে, শব্দেরই জাল বুনি।

তান্ত্রিক- বেশে, শবারোহণে আমি রহি,
বিগত- আগত কথা আওরিয়া
চলি।

গৃধিনী দেখায় ভয়, ভয়াল মশানে, মন্ত্র উচ্চারি, থাকি স্থির শব- সাধনে।

কালে জাগে শব, মুখে ঢালি শব্দ- বারি,
প্রাণহীন পুনরায়, না তাপ- সঞ্চারি।

চরিত্র- মন্ত্রোচ্চারণে, বাক্য- জাল পাতি,
দেখি মৃত জাগে কী না, রুদ্র রূপ ধরি!

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register