- 8
- 0
কালকে যিনি হরণ করেন তিনিই কালি
আলোর আঁধারে নিঃসীম অসীমে তার ব্যাপ্তি।
কালোর মাঝেই আলোর বাস
দুইয়ে মিলে পরবাস সহবাস।
রক্তবীজের কাঁটা মুন্ডুতে জন্ম নেয় অসুর
আলোর ঝর্ণায় হোক পরাজয় মনের পশুর।
তুমি ধারণ কর সৃষ্টির সকল বীজমন্ত্র
ত্যাগ দিয়ে ভোগ কে জয় করার সুমহান কর্ম।
রাগ বিদ্বেষ অহঙ্কার রেখেছো যত পুষে
উড়ে যাক দীপাবলীর আলোর মাঝে অক্লেশে।
0 Comments.