দিব্বি কাব্যিতে অতনু ভট্টাচার্য
মানুষ কেমন আছে
মানুষ কেমন আছে ?
ভেসে ভেসে সে কোথায় যায়,
কি বা পায়,
কতটা হারায়,
. ভাসছে প্রদীপ…
বিকেলবেলার রোদে
বেদনার মতো শুধু বাজে
হাহাকার
অনেকখানি সে
. আমিও শরিক
‘মানুষ কেমন আছে’
মাঝেমাঝে জানতে চাই
মাঝেমাঝে খালি শিহরণ !
0 Comments.