আমি কোনোদিন কিচ্ছু বলব না,মুখ ফুটে বলতে আমার বড্ড গাফিলতি..বেশি কিছু বুঝিয়ে বলতে গেলে একঘেয়েমি ঘিরে ধরে আমায়!!
আমি শুধু লিখতে পারি পাতার পর পাতা..শুধু এই একটা আশায়,কেউ বুঝে নিক একবার।
তার একটা ঠান্ডা ছায়া থাকবে আর সেই ছায়ায় বসে আমি লিখে রাখবো আমার সব মন-খারাপি!!
সে শুষে নেবে আমার সব অতীত,আর আমি একটু একটু করে খোলস বদলে নতুন হবো।
0 Comments.