কবিতায় দুর্গাপদ মন্ডল
খুব বেশি চেয়েছি কি?
তোমার কথায় কিছুটা মীড় দিতে বলেছি,
একটু তান---
খুব বেশি কিছু চেয়েছি কি!
নদীতে জোয়ার না এলে
সে মেয়ে তন্বী হয় না;
স্তন-জোয়ার উথলে না উঠলে
সাগর তাকে ডাকবে কেন?
ভালোবাসার জন্যে আমি তো
সাংখ্যের পুরুষ,---
অরুন্ধতী, তুমি আশ্লেষে
সুদীপ্তা হও।।
0 Comments.