কবিতায় ডরোথী দাশ বিশ্বাস
সেই ছায়াবনে
কত গল্প কত স্মৃতি
ভুলে যাওয়া কত গীতি
পথচলা ধরে মনবীথি
নয়ন না তিরপিত ভেল
এমনও দিন ছিলো আহা
মন জুড়ে এমনও দিন ছিলো...
দিনটা আর ফিরে আসবে না,
(তবে) এক ছুটে চলে যেতে পারি,
সেদিনের সে ছায়াবনে,
যতই ঝাপসা হোক কাঁচ চশমারই।
0 Comments.