Tue 28 October 2025
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে অমিতাভ মিত্র (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় স্বর্ণযুগে অমিতাভ মিত্র (গুচ্ছ কবিতা)

সহায়িকা

সাজেশন মিলিয়ে পড়লেই পাশ পাক্কা , যেনতেন হতে চায় অনেকেই বিস্তারিতভাবে জানতে চায় না বিষয় সিলেবাস বহির্ভুত আরো অনেককিছু । চোখাচোখি হলেই চোখা চোখা প্রশ্ন জেরবার করে দেয় রোজ , টুকলি করার জন্য ক্লাসরুমের দেওয়ালে তবু তারা লিখতে চায় না উপপাদ্য ব্যাসবাক্য সহ সমাস অথবা বংশতালিকা সহ রাজ্যবিস্তার সাজেশানে যে উত্তরগুলো লেখা থাকে তা সবই গড়পড়তা । শুধু পাশ করার জন্য মুখস্ত করাই যায় রাতজেগে , নিত্যনতুন প্রশ্নে জেরবার হলেই ......... মন বোঝে কতোটা বিস্তারিত এই প্রেম অথচ কতো সংক্ষেপ পাঠক্রম ।

বিকল্প

বিকল্প না ভেবেই নাকি প্রেমে পড়তে হয় , হয়তো বিতর্কিত বললেই হয়তো প্রতিবাদে উত্তাল হবে মঞ্চ জোড়ায় জোড়ায় জুরিদার ফিরিস্তি দেবে প্রাণায়ামের ঘা-কতক দিলেও দিতে পারে , আসলে তখনও তারা জানেনা বিপন্ন বিকেলে সক্কলকেই বিকল্প খুঁজতে হয় । তর্পণে ভেসে যায় সাঁঝ কাঁধ থেকে খসে পড়ে উত্তরীয় উস্কোখুস্ক উসখুস ইচ্ছেরা মত্ত স্নানে উন্মত্ত হতে চায় তখন অপ্রাপ্তি ভর্তি মহাফেজখানাও চায় নতুন রঙে আবার রেঙে উঠুক মন্তাজ , সাজি ভর্তি স্বপ্ন নিয়ে কেউ সিদ্ধাই হতে চাইলেই পুনরায় পড়তেই হয় প্রেমে ।

এমন কিছু স্বপ্ন

একান্ত একমাত্র হয়ে থাকতে ভালোবাসে বলেই হয়তো কিছু স্বপ্নকে আলাদা রাখতেই হয় , নিতান্ত হিংসুটের মতো যারা উচাটনে মাখিয়ে রাখে অখন্ড নীরবতা , আনমনা দিনশেষে যারা আওতায় ছড়িয়ে দেয় বাউল সম্ভাবনা , আদরণীয় এমন কিছু স্বপ্ন থাকেই যাকে একটিবার ছুঁতে আকাশ হতে হয় , নতজানু হয়ে ভিক্ষে করতে হয় ভেসে বেড়ানো ছাপোষা মেঘেদের কাছে I তখন মনে হয় জলসেচে অভাবী ক্ষেতে একবার অন্তত হোক অঙ্কুরোদগম , স্থিতিজাড্যে দু-দন্ড বিশ্রাম নিক মূর্ছনায়িত লহমা , আত্মস্থ সোহাগে পেরিয়ে যাক লজ্জাবতী দুপুর , পেরিয়ে যাক আচ্ছন্ন বিকেল স্মৃতি বয়ে জোনাকেরা অভেদ্য প্রেক্ষাপটে রেখে যাক ক্ষনপ্রভা , এমন কিছু স্বপ্ন থাকেই যাকে ছুঁয়ে ফেললেই খুলে যায় কফিনের দরজা I
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register