- 5
- 0
বিশ্ব কবি রবি তুমি ,বাংলা মায়ের রবি। তোমার সৃষ্টি মাঝে ,খুঁজে ফিরি কত শত ছবি।
সহজ পাঠে শিশু বেলা,হয়নি তোমায় বুঝা। পাঠ করেছি সহজ ভাবে,পেয়েছি কত মজা।
বিশ্ব সেরা কবি তুমি,বিশ্বের তুমি কবি। শিশু,কিশোর,যৌবন,বৃদ্ধের,তুমি গাথলে মনো ছবি।
বাংলা ভাষা তোমার জীবন,বাংলা তোমার প্রান। বিশ্ব জোড়া খ্যাতি নিয়ে,তুমি করলে তা প্রমান।
বাংলা তোমার হৃদয় গাথা,বিশ্বে করলে নাম। বাংলা মায়ের সেরা সন্তান ,তোমায় জানাই প্রণাম। ......
0 Comments.