|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 26য় তুষার ভট্টাচার্য
স্বাধীনতা
স্বাধীনতা - নদীর ফরসা জলে ভেসে ওঠা
আমার ভাইয়ের রক্তাক্ত মুখ
ভোরের আঁচলে জেগে ওঠা
সন্তান হারানো মায়ের কান্নার গান ;
স্বাধীনতা - পাকা হলুদ ধানের মাঠ থেকে
উড়ে আসা পোড়া বোমা বারুদের ঘ্রাণ,
শত সহস্র শহীদের দু'হাতে ধরে থাকা
বিজয় নিশান l
0 Comments.