T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় বর্ণজিৎ বর্মন
সম্ভাবনা
দিকে দিকে রব দিশাহারা সব
মুণ্ডহীন শরীর
চিৎকার করে
পতাকা উত্তোলন হয়
আপন ছাদের 'পরে
দু একটি জোনাকি আলো ছড়াচ্ছে
গাভিন সন্ধ্যার বাতাসে
উড়ে যাচ্ছে ধূপের গন্ধ শুনশান গাঁ এর ছিন্নভিন্ন বাড়ি থেকে
তুলসী তলে জল ঢালে
যদি গাছ মাথা উঁচু
তপস্যালয় গড়ে
0 Comments.