Sat 25 October 2025
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় আফতাব হোসেন

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় আফতাব হোসেন

ঝুনি ক্ষেপি আর কানা কাফের

একটা চাদর দিবি । গায়ে দুব । গরিব । কিনতে লারি । ভিক্ষা লয় । গতরে শোধ দুব ।
এগারো বছরে বাপ মরলো দারুতে । সাড়ে এগারো তে মায়ের বোঝা । এগারো চুয়ান্ন তে পর ঘরে । এগারো উনশাটে রক্ত যোনি । শরীর শেখার আগেই মন মরলো । বদরক্ত শুরুর আগেই লজ্জায় জটলা পাকিয়ে প্রথমটা তিনমাসে খালাস । তখন থেকেই শালী হাফ রেন্ডি ।
মরদ টা ভালো ছিল । শরীরে । মনে অনেক দাগ । শরীরে যত তাগদ মনে তত ভয় । মনের ভয় মারে বেরোত নয়তো ঠাপানে । কিছুই না পারলে সন্দেহে । মাগী আবার প্রাইমারি স্কুল এর গন্ডির । শরীরে , মারে,ঠাপানে,সন্দেহে সবেতেই চুপ । দ্বিতীয়টা রক্তের লোহার কমতিতে মরলো সাড়ে চার মাসে । মাগী তখন থেকেই তিন আনার রেন্ডি । আগের থেকে এক আনার প্রমোশন ।
হরেন মাস্টার তিন ক্লাসে শিখাত সুখের কথা । নেশা লাগতো চোখে । নেশার নেশা খুব হারামি । বাপটাকে নিল মায়ের মাঝ যৌবনে । মায়ের কেউ নাই দুকূল । মনে হয়ত । কুজু কাকার শরীরে দেখেছিল একদিন । সেদিন থেকেই মাগী ঘরগুষ্টির বোঝা । মরদটা যত ভিতরে যেত তত মায়ের মুখটা মনে পড়তো । পাপ লাগতো মনে । অস্থির হত খুব । মরদটার সুখ হত না মনে হয় । পেটে কষিয়ে দু লাথ । তিন নম্বরটা গেল একমাসের ও কম সময়ে । খানকি তখন থেকে পুরা চার আনার মাগী । সাথে বাঁজা । ডবল প্রমোশন ।
মাগীর এখন সবে ছাব্বিশ । দেখলে একশ । সবাই বলে ঝুনি ক্ষেপি । সারা শরীর একগাদা চুলকানি । রিকসবালা থেকে বড়লোকের বড় ধনবালা সবার পাপ শরীরে নিয়ে বড্ড চুলকায় । চুলকে চুলকে সাদা দাগ করে মনে করার চেষ্টা করে আম কুড়ানোর সেই চামড়াকে । চুলকানি যখন ঘা হয়ে থামে । পুঁজের ব্যাথায় মরদটার সুখের মুখটাও মনে পড়ে । ম্যা গো বলে ঘেন্নাপিত্তিতে সরে যাওয়া বউ গুলাকে দেখে হরেন মাস্টার এর সুখের কথা মনে পড়ে । পুটলি করে শীতে দুধ খাওয়া কুত্তার বাচ্চাগুলোকে দেখে নিজের শুকনা ছিঁড়া দুধ না জমে পুঁজ জমা বোটাটাও বড্ড মনে পড়ে । কুয়াশার ভোরে যখন জীবনবিজ্ঞান বাঁজা গর্তে ভুল করে চলে আসে ঘুমের ঘরে তখন কুজু কাকার শরীরে মা এর মুখটা মনে পড়ে । নিজেই নিজের অহংকার হতে না পারা অলঙ্কারে হাত দিয়ে শীৎকার করে মনে হয় । বলেছিলাম না শালী পুরো খানকি মাগী । সব্বাই বলে ।
চাদর চেয়েছিল । দিইনি । যদি সুখ পেয়ে যায় । সুখের নেশা বড্ড নেশা । আর নেশার নেশা বড্ড হারামি । কাউকে ছাড়েনা । শালী সুখ না পেয়েই মরুক । ঈশ্বরের ও গ্লানি হোক । আমি তো সারাজীবন ই কানা কাফের ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register