এক শীতের মাঝামাঝি
গভীর রাতে যখন ঝিরঝিরে বৃষ্টির মতো কুয়াশা ঝরে বরফ কুচি নামে তখন চঞ্চল হরিণী
বাঁ দিকে প্রেমের গলিতে রাখে প্রাণ ভোমরাকে
জ্যোৎস্না সেই সময় 45 ডিগ্রি কোণে নিজস্ব রূপ ঢেলে দিচ্ছে বসুধার বুকে
এ অন্য অপেক্ষায় ঢুকে পড়ে
রাক্ষসগণ হরিণীর নরগণ পতি
জোটকে নিষিদ্ধ ঘোষণা,
তবু কেন প্রেমরস দিলে নবি ?
অকালে বিধবা !
না । এ বিধান তুমি
নতুন সংখ্যায় লিখে রাখ অথবা ....
সম্পূর্ণ সংসার কথা
0 Comments.