- 11
- 0
আজ্ঞে হাজির
সেদিন রাজা বলেন ডাকো নাশিরুদ্দিন মোল্লাকে,
এলেন ছুটে মোল্লা নাসির আছেই লেগে ঝোল নাকে।
জাঁহাপনা আজ্ঞে হাজির আজ্ঞা করুন এক্ষুনি,
একটু সবুর করতে হবে গাধাকে দিই ঘাস পানি।
খাবার শেষে সেই গাধাকে মোল্লা দিলেন পান ঠুঁসে,
পিক ফেলছে সেই গাধাটা রাত্রি দিন আর প্রত্যুষে।
বলেন রাজা শুনুন নাশির আসবে বিপদ আজ রাতে,
পারলে থামান যুদ্ধটুদ্ধ আপনি পারেন আটকাতে।
সেই থেকে যে ব্যস্ত নাশির নানান দেশে ঘুরছে তাই,
আজ গিয়েছে মঙ্গোলিয়া কাল যাবে সে ওয়ান তাই।
গাধার পিঠে ঘুমোন নাশির নাক ডাকানীর শব্দ ভাই,
পালায় বিকট শব্দ শুনে তুলছে গাধাও বিশাল হাই।
সেই থেকে যে আজো নাশির ঘুমিয়ে আছেন তুরস্কে,
ঘুমিয়ে নাশির দেয় পাহারা ধন্য এমন পুরুষকে।
0 Comments.