সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দে নন্দী, মম
বিজয়
আন্দোলনের পরে হয়েছে বিজয়।
ভাষা আমাদের চির ভালোবাসা।
ভরে আছে হৃদয়।
যুগে যুগে যুগে ভাষা জাগিয়েছে আশা।
ভাষা ছাড়া জয় সম্ভব নয়।
ভাষাই বাজিয়েছে উল্লাসা-তাসা।
ভাষা অমরত্ব নিয়ে বেঁচে রয়।
সৃষ্টি করে শুধু ভাষার জোয়ারে ভাসা।
ভাষার প্রবাহ অনন্তে বয়।
0 Comments.