কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল
পূর্বমূখী অনুভূতি
মনের ছন্দে পুরাণকাহিনি দিয়ে
এঁকেছি তোমায়,
কখনো মসৃণ, কখনো ধুসর
গোধূলীর কালপরম্পরায়,
সূত্রে গাঁথা মুক্তোর সন্ধান
পেয়ে গেলাম
বহু বছর পূর্বমুখী অনুভুতি!
দিগন্তের এপাড় ওপারে
সাদা মেঘের সাথে তোমারই
ইন্দ্রিয় অনুভূতির প্রকাশ।।
0 Comments.