- 7
- 0
বড়ই এলোমেলো এই বৈশাখ। মিষ্টিমুখ করার উপায় কমে গেছে। আড্ডা দিতে গেলে ছায়া শরীরে, আন্তর্জাল আগে আসে। তবে আতঙ্ক কমছে। মানুষ বেজায় গরমে হাঁসফাঁস হতে হতে ও বেরিয়ে পড়ছি বাইরে। স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতনতা বাড়াতে চেষ্টা করছি সবাই। মৃত্যু মনে করিয়ে দিয়ে গেছে জীবন কত দামি। ঘাম বলো, রক্ত বলো, চোখের জল... সবই নোনতা। মধুমেহ থেকে দূরে থাকি সাবধানে।
অগত্যা নোনতাই হোক আস্বাদ।
লবণ
মিষ্টি কেন? মিষ্টি কথাই ভাল?
তবু বলতে পারিনা। নোনতা ঝালে খাট্টা মিঠা ঝাল চানাচুর, খারাপ? তবু আনতে ছাড়ি না।
ফুচকা জ্বলে জিভের ডগা জল এসে যায় চোখে মুখে ও, ইসস! আমায় যদি বাছতে বল নিজের জন্য এক চিমটি বিষ।
লবণ জিভে টকাস আওয়াজ রক্তে লবণ জিভের ডগায় ঝাল
মিষ্টি ? তুমি ওদের দিও আমি তোমার নিমক চিরকাল।
সোনালি
0 Comments.