Sun 26 October 2025
Cluster Coding Blog

কবিতাগুচ্ছ তে চিরঞ্জীব হালদার

maro news
কবিতাগুচ্ছ তে চিরঞ্জীব হালদার  

নথিকরণ

কই পিথাগোরাস বেরিয়ে আসুন দেখি সমীরণ কোন পোষাক ছাড়াই দরজার মত দন্ডায়মান তার বিথানে আমার পুকুরে ইদানিং বজ্জাত মৎস্যের অধিক্য সব ফলিত ভৌগলিকতার স্বচ্ছ সমাধান ওই দাড়িওলা রোমান ভদ্রলোকের করতলগত গত স্বপ্নাদেশে জানা হলো সমীরণই তার ভাবশিষ্য কই বেরিয়ে আসুন পিথাগোরাস সমদ্বিবাহু ত্রিভূজের পুকুরে ক্ষেত্রজ মৎস্যের ত্রিকোন বায়ুদোষের নিবৃত্তি সূত্র একটু খোলসা করলেই এই দাসানুদাস কৃতজ্ঞ সমীরণ তোমার আকাশনীল জাবেদা খাতাখানি প্রস্তুত রাখিও

চিরন্তন

অলীক স্বপ্ন অঢেল তরল ভার ব্যবহার বিধি জানেনা জানেনা মন ভিতরে দোলন সব দোলনই লীন যতনে ধরছো রুইতন হরতন চুয়ান্ন তাস হারিয়েছে একটাও অঘটনে আজ অদৃশ্য দু'ই পাও আগামী আসবে আমার শৃঙ্গে তুমি যতনে ধরেছো রুইতন হরতন পদ্ম ফুটেছে অপদ্মেরই দোষে কৃষানী আকাশ মেঘেদের আপসোসে জলপিপি নদী কাহাকে দিয়েছে মন যতনে ধরেছো রুহুতন হরতন

আদিভ্রম

এখানে প্রবেশ করতে হয় পৌরুষপ্রবেশ হেঁট মুন্ডু ঊর্দ্ধে উরু নিশান নিরুদ্দেশ পতাকা জানে উড়ন ধর্মে স্তব্ধ মুভমেন্ট বাইরে এসে সনাক্তকর কার দখলে টেন্ট কে রাজা কে চালক নিধি কেহ বা জানগুরু ম্যসেঞ্জারের সবুজ আলো গুমর খেলা শুরু শুরু কিংবা শেষের আগে যে রাস্তা নেয় বাঁক শাক দিয়ে ভ্রম ঢাকতে পারে রসস্থ মৌচাক।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register