তাঁর প্রেমিক
বর্ষাস্নাত সন্ধ্যা,
বিদ্যুৎতের ঝলকানিতে,
চোখ ধাঁধিয়ে যেন যায়,
নারকেল গাছের পাতা থেকে-
পড়ছে জল,
টপ টপ করে।
এক অনন্য শীতের আমেজ,
জড়িয়ে রেখেছে চারপাশকে!
এরই মাঝে প্রেমিকা বসে প্রেমিকের পাশে,
ছোট্ট এক কুটির!
লণ্ঠনের আলোয়ে-
সৃষ্টি হয়েছে এক আলো আঁধারের পরিবেশ!
প্রেম বপন করেছে তার বীজ!
রূপসী প্রেমিকা রাখল প্রেমিকের হাত,
আপন কটিদেশে।
ভালোবাসা পায় এক সংজ্ঞা!
লাবণ্যময়ী সেই প্রেমিকার,
কালো মেঘের ন্যায় কেশরাশি,
বৃদ্ধি করেছে...